31 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

মহিপুরে দুর্যোগে আগাম প্রস্তুতি ও সতর্ক সংকেত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্ক সংকেত, প্রস্তুতি ও লাইফবয়া নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় মহিপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কারিতাস বাংলাদেশ ‘ব্রীজ’ প্রকল্পের ডিআরআর স্পেসালিস্ট সাজিয়া ফেরদৌস, লাইভলিহুড অ্যান্ড মার্কেট লিংকেজ অফিসার ইসরাত জাহান, ডিআরআর এন্ড সিল্ক অফিসার মো. মুশফিকুর রহমান প্রমুখ।

ক্যাম্পেইনে স্থানীয় ঝুঁকিপূর্ণ জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। দাতা সংস্থা ইউএসএআইডি’র সহযোগিতায় কারিতাস বরিশাল অঞ্চলের আওতাধীন ব্রীজ প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে হ্যান্ড আউট বিতরণ করা হয়।

এসময় ক্যাম্পেইনে শিক্ষণীয় উপাদান হিসেবে ফেস্টুন প্রদর্শনী করাসহ অংশগ্রহণকারীদের দুর্যোগের প্রস্তুতি, সতর্ক সংকেত ও লাইফবয়া ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ