31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জামালপুরে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

জামালপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর ) রাত ৩ টার দিকে জামালপুর শহরের যোগীরঘোপা এলাকায় এ ঘটনা ঘটে।

আনিছুর রহমান আনিছ ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ।‌ গত মঙ্গলবার নাশকতার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে জামালপুর কারাগারে আছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, মুখ বেঁধে একদল দুর্বৃত্ত রাত ৩ টার দিকে দরজায় কড়া নাড়ে। শব্দ শুনে আনিছের স্ত্রী ও দুই ছেলে ভয় পেয়ে যান। দুর্বৃত্তরা পুলিশ পরিচয় দিয়ে ঘরে অস্ত্র আছে বলে তল্লাশি করতে চান। মুহূর্তেই তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখ বেঁধে ফেলেন। আনিছের স্ত্রী চায়না বেগমের দুই কান ছিড়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেন। চায়না বেগমকেও মারধর করেন। এরপর আনিছের বড় ছেলে মাহিমকেও মারধর করে হাত পা বেঁধে ও গলায় চাকু ধরে ব্যাপক লুটপাট চালায়।

আনিছুর রহমানের স্ত্রী চায়না বেগম আরও জানান, তার ঘর থেকে প্রায় ৩ লাখ নগদ টাকা,কয়েক ভরি স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্ত দলের সবার মুখ ঢাকা থাকায় তাদের কাউকে তিনি চিনতে পারেননি।‌ ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে লুটতরাজ চালানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মো. আতিক বলেন , পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

মেহেদী হাসান
জামালপুর।
১৯-১২-২০২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ