31 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

জামালপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময়

মেহেদী হাসান,জামালপুর:

আসন্ন ‘বড়দিন‘ উপলক্ষে জামালপুরের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

আজ দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।
সভায় আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভা সূত্রে জানা গেছে, জামালপুর জেলার চার উপজেলায় ২৩টি চার্চে বড় দিন উদযাপিত হবে।


- Advertisment -

সর্বশেষ সংবাদ