31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

গোপালপুরে ভূয়া নামজারি ও জাল খতিয়ান তৈরী অভিযোগে আটক-২

নুর আলম(সুমন), গোপালপুর প্রতিনিধি,
টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা সংলগ্ন (২)টি কম্পিউটারের দোকানে ভুয়া এসএ, বিআরএস খতিয়ান, নামজারী খতিয়ান, ডিসিআর তৈরি করে প্রতারণার অভিযোগে ৩টি সিপিইউ ও ২জনকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (৩জুলাই) গোপালপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুর রশিদ বাদী হয়ে গোপালপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপালপুর উপজেলা পরিষদ গেইট সংলগ্ন রোকেয়া ডিজিটাল স্টুডিও ও ইমন কম্পিউটার এন্ড স্টুডিওতে অভিযান চালিয়ে জয়নগর গ্রামের মৃত আব্দুল মাজেদের পুত্র মো. রকিবুল ইসলাম(৩৫) ও সুতী গ্রামের তারা মিয়ার পুত্র মনি (২২) কে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান জানান,জাল নামজারি, ভূয়া খতিয়ান তৈরীর ডকুমেন্টস্ এবং জেলা ভূমি অফিসের রেকর্ডরুমের কর্মকর্তা ও কর্মচারিদের স্ক্যান করা স্বাক্ষর ও সীল আটক করা হয়।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ