31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

মহিপুরে অটোচালকের বসতঘরে অগ্নিকাণ্ড, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে মাসুম কাজী নামে এক অটোভ্যান চালকের একটি বসত ঘর পুড়ে পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে। রোববার (১০ নভেম্বর) ভোররাতে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরকতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা শহিদুল কাজী বলেন, ‘ভোররাতে নামাজ পড়তে উঠে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মাসুমের বাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি আমরা বলতে পারি না।’

অপর এক বাসিন্দা কাওসার বলেন, ‘হইচই শুনে তাড়াহুড়ো করে এখানে চলে আসি। এসে দেখি ঘরটি আগুনে জ্বলছে। আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করছি, তবে সম্ভব হয়নি। পরে সবকিছু সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে।’

ভুক্তভোগী মাসুম কাজী বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। অটো চালিয়ে সংসার চালানোর সুবাদে তুলাতলী থাকি। ভোররাতে স্থানীয়দের ফোন পেয়ে গিয়ে দেখি আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’ এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, ‘আমার চাচতো ভাইদের সাথে আমার বিরোধ আছে। তারাই এই কাজ করেছে। তারা আমার মেয়ের বিবাহের সময়েও ঝামেলা করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ইউপি সদস্য আব্দুল খালেক প্যাদা বলেন, ‘আমি ঘটনা শুনে গিয়ে দেখি মাসুমের পুরো ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানতে পারিনি।’

কলাপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হলে পথিমধ্যে বার্তা আসে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে আমরা স্টেশনে মুভ করি।’

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

- Advertisment -

সর্বশেষ সংবাদ