খলিল, সাভার
সাভার রাস্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন ঢাকা জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন করেন। শুক্রবার বিকেলে সাভারের রানা প্লাজার সামনে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাস্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মিন্টু মিয়া। ঢাকা জেলা কমিটির রাস্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন শাখার সদস্য সচিব লিটন মিয়ার পরিচালনায় প্রাচার রুখে বিনিয়োগ বাড়াও, শিল্প বাচাও শ্রমিক বাচাও। শ্রমিকদের উপর শোষন নির্যাতন বন্ধ করো, বৈষম্যহীন রাস্ট্র প্রতিষ্ঠা করো এই স্লোগান কে সামনে রেখে মানববন্ধন করেন। এসময় বক্তৃতারা তত্বাবধায়ক সরকারের কাছে শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা বাতিল করে একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ণ করতে হবে এবং সরকার ঘোষিত ৯ পার্সেন্ট ইনক্রিমেন্ট সকল কারখানায় করাসহ অন্যান্য দাবি তুলে ধরেন।