31 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫

শারীরীক সৌন্দর্য নিয়ে ব্যস্ত কন্ঠশিল্পী মেহজাবীন মেহা

এ প্রজন্মের কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। দীর্ঘ ১ বছরের বিরতি শেষে নিজেকে প্রস্তুত করার মিশনে নেমেছেন এই গায়িকা। এরই মধ্যে মন দিয়েছেন ওজন কমানোতে। নিয়মিত জিম করছেন তিনি। সন্তান জন্মের পর ওজন বেরে গিয়েছিল তার। তাই নিজেকে ফিট রাখতে ডায়েট আর শরীর চর্চা, ব্যয়াম আর নিয়মিত হাটাহাটি চলছে বলে জানিয়েছেন মেহা।

বিরতির পর কাজে ফিরেই ব্যস্ত জানিয়ে মেহজাবীন মেহা বলেন, সব ব্যস্ততার মাঝেও সময় বের করে নিজেকে সুন্দর আর ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিউইয়র্কে এখন প্রচন্ড ঠান্ডা আর এই শীতকে উপেক্ষা করে আমি নিয়মিত ব্যায়াম করে যাচ্ছি। নতুন কিছু চমক সামনে ভক্তদের জন্য আছে। আর তার জন্যই এতসব প্রস্ততি। ভক্তরা আমাকে যেন আগের মতই দেখতে পায় আর ভালোবাসে সেটাই চাওয়া। সবার কাছে দোয়া কামনা করি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ