31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সকল নেতা কর্মী এক মঞ্চে

ঈদ পুনর্মিলনী ২০২৪ ধামরাই উপজেলা আওয়ামী লীগ, ধামরাই পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা মতবিনিময় উপলক্ষে ধামরাইয়ের উপজেলার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই মঞ্চে বলে আমরা সকলেই আওয়ামী লীগের লোক আমাদের মধ্য কোন ভেদাভেদ নেই,২ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ বলেন এই অনুষ্ঠান আরও কয়েক দিন আগে করার কথা ছিল আমি ব্যস্ত থাকার কারণে একটু দেরিতে হয়েছে, আমাদের ধামরাইয়ে আওয়ামী লীগের মধ্য একটা দুরত্ব বা বুল বুঝা বুঝি সৃষ্টি হয়েছিল নির্বাচনকে ঘিরে, নির্বাচন শেষ আমাদের সকল ভেদাভেদ বুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা আজ সবাই এক মঞ্চে আমরা সবাই আওয়ামী লীগ করি। ধামরাইকে আধুনিক ধামরাই হিসেবে গড়ে তুলার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে আশা করি সামনে ধামরাইয়ে অনেক কাজ করতে পারব। এসময় তিনি আরও বলেন নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যানকে আমার ব্যক্তিগত ভাবে তাকে যতটুকু সহযোগিতা লাগে অবশ্যই আমি তাকে করব

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান আব্দুল লতিফ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, নবনির্বাচিত উপজেলার ভাইস চেয়ারম্যান ভিপি জুয়েল রানা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার, ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন সহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ