31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিশ্বাস করে- নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে বিশ্বাস করে, কারন বিএনপি আজ পর্যন্ত কখনো জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করে নাই। কখনো বিএনপি পালিয়ে যায় নাই। সেজন্য মানুষ বিএনপিকে পছন্দ করে, সমর্থন করে। সেই সমর্থন ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা লালন করতে হবে। জনগণের এই আকাঙ্ক্ষা পূরণ করার প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দাবীতে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন – ফ্যাসিবাদ,স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু গনতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয় নাই। আমাদের গনতন্ত্র পুর্নঃপ্রতিষ্ঠিত করতে হবে। আর গনতন্ত্র তখনই পুর্নঃপ্রতিষ্ঠিত হবে, যখন এদেশের সাধারন মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে তার পবিত্র ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। গনতন্ত্রের পুর্ণ প্রতিষ্ঠার লড়াই এখনো চলছে বলে জানান তিনি।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত জন সমাবেশ কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ন মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ওয়ারেছ আলী মামুন, সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

মেহেদী হাসান
জামালপুর।
১৯-১২-২০২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ