31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

অনুষ্ঠিত হলো জাসাস’র জাঁকালো সাংস্কৃতিক সন্ধ্যা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিএফডিসি গেটে অনুষ্ঠিত হয়েছে জাঁকালো এক সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমের চাপ থাকায় প্রধান অতিথি জরুরি বশত কেন্দ্রীয় কার্যালয় চলে যান। তবে তার চলে যাওয়ার পর খবর রটে আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রুহুল কবির রিজভী। তবে উপস্থিত জাসাস নেতারা এ খবর ভিত্তিহীন বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জাসাস নেতা বলেন, ‘বিকেল থেকে সুশৃঙ্খলভাবেই আমাদের আয়োজন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততার কারণে রিজভী ভাইয়ের চলে যেতে হয়েছে। একটি কুচক্রী মহল ভিন্ন ভাবে ঘটনাটি উপস্থাপনার চেষ্টা করছে। আলোচনা, নাচ, গানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।’

জাসাসের অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রোকন, সংগীতশিল্পী হাসান চৌধুরী ও চলচ্চিত্র পরিচালক সায়মান তারিক সহ অনেকেই। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নাসির, মিতা মল্লিক, মৌসুম ইকবাল রেখা, সালমান রাজ, ইমরান হাবিব, এম আই মিঠু।

- Advertisment -

সর্বশেষ সংবাদ