31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

উলিপুরে গ্রীণ ভয়েস কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে গ্রীন ভয়েস উলিপুর শাখার আয়োজনে চর গুজিমারি মডেল স্কুলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গ্রীন ভয়েসের উলিপুর উপজেলা শাখার উদ্যোগে চর গুজিমারি মডেল স্কুল প্রাঙ্গণে এক মানবিক উদ্যোগ হিসেবে “ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের প্রধান সহযোগী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই এসোসিয়েশন। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ক্যাম্পটি আয়োজন করা হয়, যা বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হয়।

ক্যাম্পের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ, যা এলাকার অসংখ্য মানুষকে উপকার করে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং নিত্যদিনের স্বাস্থ্য সমস্যা সমাধানে গ্রীন ভয়েসের এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বুধবার ২৩ আগষ্ট দিনব্যাপী এ কার্যক্রম চলে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আখতারুজ্জামান (এমবিবিএস, সিসিজিপি, সিএমইড, ডিএমইউ) এবং ডা. মেহেদী হাসান (ডিএমএফ)। তারা অত্যন্ত যত্নসহকারে রোগীদের পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবকরাও এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও সফল করে তোলে।

উল্লেখ্য, এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেওয়ার জন্য ভীড় জমান অসংখ্য মানুষ, বিশেষত যারা স্বাভাবিকভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এর ফলে এলাকার মানুষজন নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট হন।

গ্রীন ভয়েসের এ মানবিক উদ্যোগ চর গুজিমারি এলাকার মানুষের কাছে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃত করার জন্য এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাই আশাবাদী।

- Advertisment -

সর্বশেষ সংবাদ