31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২৩ এর আলোকে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড এর ঠাকুরগাঁও জেলা অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের অপজিটে এই
জেলা অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আসফ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালির সভাপতিত্বে
এ সময়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বাংলাদেশ ইলেকট্রনিক্স মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, রুবেল বাদশাসহ অন্যান্যরা।

এ সময়ে আমন্ত্রিত অতিথিরা জানেন এই প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ প্রশিক্ষক দ্বারা যান চলাচলকারীদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে করে তারা ট্রাফিক আইন মেনে চলতে পারে রাস্তায় কোন ধরনের সমস্যা না হয়।

যাত্রীরা তাদের গন্তব্য স্থানে ঠিকমতো পৌঁছাতে পারে। বিভিন্ন সময়ে রাস্তা থেকে গাড়ি ছিনতাই অথবা হারিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন থেকে গাড়িগুলোতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে। যাতে গাড়ি হারিয়ে গেলে সনাক্ত করতে দ্রুত সম্ভব হবে। এছাড়াও চালকদের বিভিন্ন সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ