31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

রহস্যময়ী-সোহেলী মল্লিক

কোন এক ক্ষনে –
প্রকাশ্যে আসবে আমার সাতকাহন,
মাইরি বলছি –
আমার সফলতায় তুমি হাসবে না হয় কাঁদবে!
ঐদিন তোমার চোখ থাকবে নিমজ্জিত-
অনুতাপ করবে –
এই চোখে তাকিয়ে কত অভিনয় রচেছ!
মাথা ঝুকবে নিম্নমুখী,
সামনে দাঁড়িয়ে কথা বলার ধৃষ্টতা হারাবে!
বুঝবে কেন একবুক ভালোবাসা নিয়ে
নিঃশব্দে কেঁদেছি,
কেন মানব প্রেম নিষিদ্ধ ছিল!
কে আমি?
সৃষ্টিকর্তার কোন সে গোপন অধ্যায়?
নাকি মায়াবী?
আমার দৃষ্টিকোণে প্রতিনিয়ত –
জন্ম, মৃত্যু, সফলতা, ব্যর্থতা রচনা হয়!
আমি গড়ি মানবময়, করি পাপবিনাশ,
আমি মানবী না হয় –
ঐশ্বরীক ক্ষমতাপ্রাপ্ত কোন দেবী!!!

রহস্যময়ী-সোহেলী মল্লিক
২৭.৩.২২
১১ঃ৩৯( রাত)

- Advertisment -

সর্বশেষ সংবাদ