দর্শকপ্রিয় অভিনেতা কাকা মাকসুদ। আজ তার জন্মদিন। ২০১৪ সালে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। সেই থেকে তার অভিনয় জীবন শুরু। এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে জাত অভিনেতায় পরিণত করেছেন। নিয়মিত নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন।
ভোলার জেলার দৌলতখানের কৃতি সন্তান কাকা মাকসুদ। শিক্ষাজীবনে ১৯৯৩ সালে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ১৯৯৫ সালে দৌলতখান আবু আব্দুল্লা কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকায় চলে যান। সেখানে দীর্ঘদিন ব্যবসা করেন তিনি। ব্যবসায়িক উত্থান পতনের পর কিছুদিন অবসর জীবন কাটান কাকা মাকসুদ। কিছুদিন পর মঞ্চ থিয়েটারের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয় জগতে কাকা মাকসুদ কাজ করেছেন, রায়হান রাফির পরিচালিত দামাল সিনেমায় ও ওয়েব সিরিজ-৭ নম্বর ফ্লোর, কাছে আসার গল্প। জনপ্রিয় পরিচালক আশফাক নিপুনের ওয়েব সিরিজ মহানগরেও কাজ করেছেন তিনি।
এছাড়া নিয়মিত টেলিফিল্ম, নাটক, ধারাবাহিক নাটক মেগা সিরিয়াল ও বিজ্ঞাপন সহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি। গ্রামে বেড়ে ওঠা ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কাকা মাকসুদ ছোটবেলা থেকেই নিজেকে খুব পরিচর্যা করতেন। রুচিশীল পোশাক-আশাকে নিজেকে এক সৌন্দর্য বহন করে রাখতেন। খেলাধুলার মধ্যে ফুটবল খুব পছন্দ করতেন তিনি। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।