মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে জুলাই গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে মহিপুর কেন্দ্রীয় বাইতুন নাজাত জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর সদর ইউনিয়ন শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের মহিপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু শিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সদস্য মাওলানা মো. মনিরুল ইসলাম, কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আসাদুজ্জামান ইউসুফ, মহিপুর থানা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার মো. শামসুল হক, সেক্রেটারি মাস্টার মো. ফারুক হোসেন, দ্বীন কায়েম সংগঠনের থানা ছদর (সভাপতি) মাওলানা আব্দুস সোবহান, সেক্রেটারি মো. আফজাল হোসেন মুসুল্লী। এছাড়াও ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, ‘সাম্য, ন্যায়বিচার ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা দুর্নীতি, লুটপাট, বৈষম্য ও খুনের বিরুদ্ধে। তাই ঐক্যবদ্ধভাবে সবাইকে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
তারা আরও বলেন, ‘যারা ক্ষমতায় না গিয়েই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করছেন তারা সাবধান হয়ে যান। না হলে স্বৈরাচার আওয়ামী লীগের মতো আপনাদেরকেও জনগণ বয়কট করবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছি, ইনশাআল্লাহ।’
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।