মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। প্রতক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উভয়ে কালকিনি উপজেলা বিএনপির অফিসের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ করে দুপুরের দিকে কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মামুন সিকদার ও শামিম মোল্লার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর মধ্যে উভয় পক্ষ দ্বন্ধে জড়িয়ে পড়ে দেশী অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে মামুন সিকদার, শামিম মোল্লা, তুহিন বেপারী, মিন্টু ঘরামী, জাহিদ হাসান, সম্রাট সহ ১০জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে আর্মি, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা উপজেলার বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানাযায়। মামুন সিকদার ও শামিম মোল্লাকে মুঠো ফোনে কথা বলার চেষ্ঠা করে তাদের পাওয়া যায়নি। কালকিনি থানা অফিসার ইনর্জ সোহেল রানা জানান, বতর্মানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।