মিরসরাই প্রতিনিধি ঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ হাজার মাদাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ, ফখরুল ইসলাম খান সিআইপির স্ত্রী ফরিদা খানম সিআইপি তাজমহলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং মেজবান অনুষ্ঠিত হয়ছে। ১লা ও ২রা জানুয়ারি ২ দিনব্যাপী উপজেলার বারইয়ারহাট পৌরসভাধীন জামালপুর গ্রামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেমিটেন্স যোদ্ধা ফখরুল ইসলাম খান সিআইপি। দুপুরে ফলক উন্মোচন করে বাড়ীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় ফখরুল ইসলাম খানসহ তার মা ছকিনা বেগম সহধর্মিনী ফরিদা পারভিনসহ পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও গ্রামবাসিদের জন্য মেজবানের আয়োজন করা হয়। মেজবানে প্রায় ৩০ হাজার লোক অংশ গ্রহণ করেণ।
এদিকে বুধবার বিকালে স্থাণীয় বিভিন্ন মাদরাসার ৫ হাজার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার, ফখরুল ইসলাম খান সিআইপির মা ছকিনা বেগম এবং স্ত্রী ফরিদা পারভিন খানসহ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ্য, খান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন এতিম, মাদ্রাসা, স্কুল, কলেজ ও অসহায়-হতদরিদ্রদের মাঝে অনুদান দেওয়া হয়।