31 C
Dhaka
শুক্রবার, মে ১০, ২০২৪

ভালোবাসার সাত রং (মিতা মজুমদার)

কবিতা: ভালোবাসার সাত রং।
কলমে: মিতা মজুমদার।
——————-
সীমাহীন ভালোবাসার সাত রং
উড়ে উড়ে মহাশূন্যে মিলায়।
সূর্যের নিভু নিভু আলোয়-
চাঁদের কণা নীল আকাশের বুকে,
স্নিগ্ধতার পরশ ছোঁয়াতে ছোঁয়াতে-
সন্ধ্যাদীপ জ্বলে ওঠে রমণীর হাতে।
ভেসে যাওয়া জোসনায় শত আলোকবর্ষ দুরে-
বেখেয়ালি রমণী হেঁটে যায়—-
মনের গহীনে অবিশ্বাসের কাঁটা!
সাত রং ভালোবাসার রক্ত গোলাপ!
ক্ষত বিক্ষত রমণী অনন্তকাল-
বুকের পাঁজরে বেঁধে রাখে,
বিশ্বাস ঘাতকের নীল স্বাক্ষর!
সাত রং ভালোবাসা উড়ে যায় মহাশূণ্যে।(কাল্পনিক)

- Advertisment -

সর্বশেষ সংবাদ