আবার আমায় খুঁজে পেলাম
কোন এক ধ্রুপদী নদী দু’ চোখে ধরে
সনাতনী দুপুর পায়ে ঠেলে
এগিয়ে যাওয়া বাউলিয়ার একতারায়
কিংবা কোর্টের বটগাছটার নিচে
আলাপ জমানো নিঃস্ব সারিন্দার চোরা শ্বাসে …
অথবা বলতে দ্বিধা নেই বাদকের অন্ধকার চাহনিতে;
যেখানে আজও বাস করে সবটা সুন্দরের শুদ্ধতা …
হঠা ৎ ই খুঁজে পেলাম আমাকে
অথবা আমার অশরীরী ছায়াকে…
সারিসারি সত্য-মিথ্যা ছুটছে সাদা-কালোয়। একটা ব্লার করা ডায়াস। আমার হাতে মাইক্রোফোন;
আমি প্রাণপণ চিৎকার করে আমাকে খুঁজে পাওয়ার ঘোষণা করতে চাইছি, অথচ এম্বুলেন্স এলো; গলগল করে মুখ থেকে রক্ত ঝরলো; কিন্তু চরচরের কোত্থাও কোনোই আওয়াজ হল না…