31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

হারানো সুর (মনোনীতা চক্রবর্তী)

আবার আমায় খুঁজে পেলাম
কোন এক ধ্রুপদী নদী দু’ চোখে ধরে
সনাতনী দুপুর পায়ে ঠেলে
এগিয়ে যাওয়া বাউলিয়ার একতারায়
কিংবা কোর্টের বটগাছটার নিচে
আলাপ জমানো নিঃস্ব সারিন্দার চোরা শ্বাসে …
অথবা বলতে দ্বিধা নেই বাদকের অন্ধকার চাহনিতে;
যেখানে আজও বাস করে সবটা সুন্দরের শুদ্ধতা …
হঠা ৎ ই খুঁজে পেলাম আমাকে
অথবা আমার অশরীরী ছায়াকে…

সারিসারি সত্য-মিথ্যা ছুটছে সাদা-কালোয়। একটা ব্লার করা ডায়াস। আমার হাতে মাইক্রোফোন;
আমি প্রাণপণ চিৎকার করে আমাকে খুঁজে পাওয়ার ঘোষণা করতে চাইছি, অথচ এম্বুলেন্স এলো; গলগল করে মুখ থেকে রক্ত ঝরলো; কিন্তু চরচরের কোত্থাও কোনোই আওয়াজ হল না…

- Advertisment -

সর্বশেষ সংবাদ