31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

গৌণ পাখিটি (Minor Bird)

মূল কবিতা: রবার্ট ফ্রস্ট
ভাবানুবাদ: রোকেয়া আহাম্মেদ

চেয়েছি পাখিটা
উড়ে যাক-দূরান্তে,
এবং গান যেনো আর
না গায়
আমার বাড়ির পাশে
সারাদিন।

তার গান
অসহ্য লেগেছিল যখন,
তখন করতালি দিয়ে
উড়িয়ে দিয়েছি তাকে
দরজা হ’তে।

কিছু দোষ অবশ্যই
আমারই ভেতর
আমারই ছিল।
নতুবা সুরের জন্যে পাখিটার
দোষ ধরা চলেনা
কোনমতে।
আর অবশ্যই যে কোন গান থামিয়েি দতে
চাওয়ার মাঝে রয়েছে কিছু ভুল।
(রোকেয়া আহাম্মেদ, সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ)

[রবার্ট ফ্রস্টের কাব্য বিচিত্র এবং বহুমুখীন। তাকে কোন এক বিশেষ জাতের কবি কিংবা কোন এক বিশেষ মতবাদেও কবি বলে চহ্নিতি করা শক্ত। নাটকীয় ঘটনা সংস্থাপনে, কথ্য ভাষার সুনিপুণ প্রয়োগে, কাহিনী পরিবেশনের আশ্চর্য দক্ষতায় তাঁর কাব্য গীতি কবিতার কোমল মাধুর্যে সরস।]

- Advertisment -

সর্বশেষ সংবাদ