31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

আর্তি (কলমে সিমলী)

মরেছি আজি মরণের পরে
সয়েছি যাতনা যত
বধেছি আজি প্রাণভ্রমরারে
তাহারি লাগি অবিরত!

ফেলেছি কত নোনা জলরাশি
বিঁধেছি কণ্টকমালা
পরেছি গলে ফুলমালা বাসি
ধরেছি বুকে জ্বালা!

বেঁচেছি আবার বাঁচিবার তরে
ধরেছি রূদ্রমূর্তি
জেগেছি উঠে বাসনা ভরে
শুনেছি মনের আর্তি!

- Advertisment -

সর্বশেষ সংবাদ