31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

চাঁদ কেন তুই (চৈতালী দাসমজুমদার)

চাঁদ কেন তুই
চৈতালী দাসমজুমদার
০৬/১১/২০১৯
================

চাঁদ কেন তুই আমার থেকে আছিস এত দূরে,
সন্ধ্যে হলেই তোকে খুজি এদিক ওদিক ঘুরে।
হঠাৎ যখন তোকে দেখি ঐ আকাশের বুকে,
চোখটা বুজি শান্তিতে আর নিদ্রা যাই সুখে।

ওচাঁদ তুই আমার কাছে বোস না একটু এসে,
জড়িয়ে গলা ধরনা আমায় অনেক ভালবেসে।
তুইতো আমার প্রথম পাওয়া সুখের ঘরের চাবি,
তোর কাছে তো তাইতো করি নিত্যনতুন দাবি।

তোর বুকেতে জোসনা গুলো যখন ওঠে ফুটে,
তখন তোর পাইনা দেখা হাজার মাথা ঠুকে।
কোথায় থাকিস বলনা চাঁদ লুকিয়ে এমন করে,
আসবি ফিরে কাছে আমার নিশি রাতের ভোরে।

রঙিন খামে ভালোবাসা দেখতে ভালো লাগে,
পাবো তোকে নতুন সাজে সেটাই মনে জাগে।
স্মৃতি গুলো রইবে আমার অমানিশার ঘরে,
ও চাঁদ তুই অপেক্ষায় থাকিস আমার তরে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ