31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

কাঠবিড়ালি (চৈতালী দাসমজুমদার)

কাঠবেড়ালি ডালটি ধরে মিট মিটিয়ে চায় ,
ভাবছে মনে বাতাবি লেবু কেমনে খেতে পায়?
তরতরিয়ে উঠছে ডালে ধরবে একটা লেবু
এমন সময় কোথা থেকে দৌড়ে এল দেবু ।

বাতাবি লেবু পাড়বে দেবু বলছে সাথীজনে ,
মারতে পারে আমায় এসে কিআছে তার মনে।
এসব ভেবে লুকিয়ে গেলাম বুলবুলিটার বাসায়,
পেয়ারা খাব এবার তবে মনেতে এই আশায়।

পাশের গাছে ঝুলছে কত পেয়ারা পাকা পাকা, পেয়ারা খেতে গিয়ে দেখি পাহারাদার কাকা।
কি আর করি মনের দুঃখে ফিরে আসি ঘরে,
সেই সময়ে চোখ পড়ে যায় দুধের বাটির পরে।

চুপি-সাড়ে এগিয়ে চলি দুধের বাটির কাছে,
এদিক ওদিক চেয়ে দেখি খুকু নেই তার কাছে।
হঠাৎ খুকু চেঁচিয়ে বলে ওই দেখো দুধ চোর..
চুরি করে দুধ খাস তুই লজ্জা নেই তোর?

৩০/১০/২০১৯
=============

- Advertisment -

সর্বশেষ সংবাদ