31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

খানিকটা সময়

24/10/19
কলমে—সিমলী

কিছুটা পথ চলবো মোরা
অঝোর গল্পের সাথে
সবুজ ঘাস আর দূর্বাদলে
শিশিরভেজা প্রাতে;

কিছুটা পথ আবার না হয়
গানের সুরে সুরে,
সন্ধ্যাপ্রদীপ জ্বলবে যখন
সবার ঘরে ঘরে;

কণ্ঠ ছেড়ে গাইবো মোরা
দুঃখ সুখের গান,
হৃদয়মাঝে দুলবে যখন
মিষ্টি প্রেমের তান;

খানিক সময় কাটুক আবার
হাতেই হাত ধরে,
ত্রয়োদশীর রাতটা নাহয়
প্রেমে উঠুক ভরে!

- Advertisment -

সর্বশেষ সংবাদ