খাতা ভরা কাটাকুটি
এলোমেলো কিছু ভাষা
অগোছালো যত ভাবনা
যেন সভ্যতার ধ্বংসস্তূপ…।
তবুও চেষ্টা চলে নিরন্তর
মনের ক্যানভাসে ভাষা সাজাবার,
খোলা জানালার শীতল বাতাস
চিন্তার গোঁড়ায় উৎসাহ দেয় ।
মস্তিষ্কে হাজারো চিন্তার উঁকি
হারিয়ে যাওয়া পথিকের মতো উদ্ভ্রান্ত দৃষ্টি ,
কবিতার জন্য কলম চলবেই
আশা ভরা হৃদয়ে হাসি মুখেই।
চিন্তাদের জট ছাড়িয়ে
হাত আর কলমের মেল বন্ধনে,
ধুলো পড়া শব্দগুলো স্নান সেরে
সুন্দর ভাবে সেজে কবিতায় উপস্থিত হবে।