31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

বড্ড ছুঁতে ইচ্ছে করে:-সুজাতা দাস:-

ধরতে ইচ্ছে করে অধরাকে-
হু….যেমন আকাশের চাঁদ!!!!
ছুঁয়ে দেখতে ইচ্ছে জাগে, যেমন জাগে সবার-
খুঁড়তে ইচ্ছে করে, পাথরেতে আছে কী একটু শীতল জল-
যার খোঁজে আজও আমি ছুটে চলেছি সহস্র বছর-

ভাবনা গুলো অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে-
সৃষ্টির ছন্দ গুলোকে সুন্দর রূপে প্রকাশ করতে ইচ্ছে করে-
চলতে ইচ্ছে করে অনির্দিষ্টকালের রূপকথার খোঁজে-
বলতে ইচ্ছে করে ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে-
হয়তো বিভ্রান্তি সৃষ্টি করে… তবুও এটাই হয়তো সত্যি-

যখন তোর উজ্জ্বল জ্যোৎস্নায় ভাসে চরাচর,
ঔজ্জ্বল্যতা আকাশের সারল্যকে,নামায় আমার মাঝে-
আমি জড়িয়ে ধরতে চাই, অনেক কাছে পেতে-
কল্পনায় হয়তো খুঁজে ফেরা, যা বাস্তবে অধরা-
তবুও খুঁজে ফেরা জীবনের শেষ পর্যন্ত-

কল্পনায় পেতে চাই তোকে, লজ্জা করতে আছে!!!
সত্যি!! সত্যিই কী ভালোবাসা থাকে-
তবুও খুঁজে ফেরা শেষ পর্যন্ত, জীবনের মানে-
যেমন অধরাকে ধরার ইচ্ছে, হারিয়ে যায় অবলীলায়-
যেমন অনেক জ্বরে অনুভূত হয়, তুই আছিস পাসে-
মিথ্যেই হোক্, তবুও ভালোবাসা তো কল্পনায় আছে।।

- Advertisment -

সর্বশেষ সংবাদ