31 C
Dhaka
শুক্রবার, মে ১০, ২০২৪

নিঝুম তারার মাঝে খুঁজি বাবা আজও তোমাকে,আর.কে ওসমান আলী

দিনাজপুর প্রতিনিধিঃ
নিঝুম তারার মাঝে খুঁজি বাবা আজও তোমাকে,নিঝুম তারার মাঝে খুঁজি বাবা আজও তোমাকে।

কোথায় আছো ওওও বাবা, সারা দেও তুমি আমাকে।

নিঝুম তারার মাঝে, রাত জাগার পাখির মতো, জেগে থাকি অবিরত।

জানালার পাশে দারিয়ে, থাকি নির মা তাকিয়ে,তুমি আসবে বলে ওওও বাবা কথা ছিলো ওই নিরবে।

নিঝুম তারার মাঝে, খুঁজি বাবা আজও তোমাকে।

কোথায় আছো ওওও বাবা, সারা দাও তুমি আমারে।

সন্ধ্যাটা নিরাফ করে,প্রতিক্ষন আমার ঘরে,স্মৃতি গুলি মনে হলে, বুক ভিজে নয়ন জলে।

বিষন্নতা লাগে ওওও বাবা,জিবনের বাকে বাকে।

নিঝুম তারার মাঝে, খুঁজি বাবা আজও তোমাকে।

কোথায় আছো ওওও বাবা,সারা দেও তুমি আমাকে,
নিঝুম তারার মাঝে।

নিঝুম তারার মাঝে, খুঁজি বাবা আজও তোমাকে।

নিঝুম তারার মাঝে, খুঁজি বাবা আজও তোমাকে, কোথায় আছো ওওও বাবা সারা দেও তুমি আমাকে।

মোঃ ওসমান আলী
০১৭৫১১৭৪৯৩৩
০১৮৮০৪৯২০২৯

- Advertisment -

সর্বশেষ সংবাদ