সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে সোর্স পরিচয়ধারী ও চোরাকারবারীদের অবৈধ বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। আর এই চোরাচালানের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করার কারণে একাধিক সাংবাদিকরা মিথ্যা মামলা-হামলাসহ নির্যাতিত হয়েছে। তবে আবারো অভিযান চালিয়ে ৩০লাখ টাকা পাচাঁরকৃত বিভিন্ন মালামাল ও যানবাহন জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (২৯শে ডিসেম্ভর) রাত ১টা থেকে আজ সোমবার (৩০শে ডিসেম্ভর) ভোর ৫টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর উপজেলার চিনাকান্দি, মাছিমপুর, সুনামগঞ্জ সদরের নারায়ন তলা, চিনাউড়া, তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৩০লাখ ৪১হাজার টাকা মূল্যের
মালিকবিহীন ভারতীয় ১৬টি গরু, ১৫ কেজি চিনি, ১হাজার কেজি কয়লা, ৩২০ কেজি সুটকি, ৪৪০ কেজি কমলা, ৪৩ বোতল মদ, ৬ বোতল বিয়ার, ১৭০ ঘনফুট বালিসহ দেশীয় ২৭০ কেজি সুপারী ও ১টি যানবাহন আটক করেছে বিজিবি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো আজ সোমবার (৩০শে ডিসেম্ভর) ভোর থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৩এস পিলার ও সাহিদাবাদ বিজিবি পোষ্টের সামনে দিয়ে ভারতের ৩-৪শ গজ ভিতর থেকে ২-৩শ লোক দিয়ে ৮-১০লাখ টাকার কয়লা ও পাথর শুরু করে এবং ৪০-৫০টা ঠেলাগাড়ি দিয়ে ও ১০-১৫টা মোটর সাইকেল দিয়ে বিজিবি ক্যাম্পের
সামনের রাস্তা হয়ে ওপনে লাউড়গড় বাজারের চারপাশে নিজে মজুত করে বিক্রি করে স্থানীয় প্রভাবশালী চোরাকারবারীরা। কিন্তু এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া খবর পাওয়া যায়নি। অথচ সাবেক বিজিবি অধিনায়ক তসলিম এহসান সুনামগঞ্জে কর্মরত থাকাকালীন সময় এই সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত কয়েক কোটি টাকার অবৈধ পাথর ও কয়লা বোঝাই ১৫-২০টি ট্রাক, লড়ি ও শতাধিক
ঠেলাগাড়িসহ স্টিলবডি নৌকা আটক করেছেন। কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ার পর থেকে লাউড়গড় সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট হয়ে উঠে এবং সোর্স ও চোরাকারবারীদের দাপট বেড়ে যায়।
অন্যদিকে গতকাল রবিবার (২৯শে ডিসেম্ভর) রাত ৮টার পর থেকে আজ সোমবার (৩০শে ডিসেম্ভর) ভোর পর্যন্ত পাশের চাঁনপুর সীমান্তের আনন্দপুর, বারেকটিলার ১২০৩পিলার ও কড়ইগড়, রাজাই এলাকা দিয়ে পৃথক ভাবে ঘোড়া, ফুছকা, চিনি, চিনি, কম্বল, বিড়ি ও জিরাসহ প্রায় কোটি টাকার মালামাল পাচাঁর করে বাদাঘাট, শিমুলতলা ও কামড়াবন্দ গ্রামে নিয়ে মজুত করে সোস পরিচয়ধারী ও চোরাকারবারীরা। এছাড়া জাদুকাটা নদী দিয়ে শতশত বারকি নৌকা বোঝাই করে ভারত থেকে পাচাঁর করা হয় কয়লা ও পাথরসহ কসমেটিকস, চিনি, ফুছকা ও মদসহ বিভিন্ন মালামাল। কিন্তু রহস্যজনক কারণে চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত চোরাচালান বন্ধ না হয়ে দিনদিন শুধু বেড়েই চলেছে। এছাড়া প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা, টেকেরঘাট সীমান্তের নীলাদ্রী, পুলিশ ফাঁড়ি ও হাইস্কুলের পিছন দিয়েসহ বুরুংগা এলাকা দিয়ে অবাধে কয়লা ও চুনাপাথর পাচাঁর করে নিলাদ্রী লেক ও পাথরঘাটাসহ জয় বাংলা
বাজারে পাশে ও বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে পাটলাই নদীর তীরে ও দুধের আউটাসহ পাশের বানিয়াগাও, তেলিগাঁও, জামালপুর গ্রামে পৃথক ভাবে মজুত করা হচ্ছে এবং চারাগাঁও সীমান্তের জংগলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে সোর্স ও চোরাকারবারীরা লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে শতশত মেঃটন কয়লা পাচাঁর করলেও জোড়ালো পদক্ষেপ নেওয়া হয়না।
এব্যাপারে চাঁনপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় আহত ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন- রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ভারত থেকে কোটিকোটি টাকার মালামাল পাচাঁর করা হচ্ছে, বিজিবি ক্যাম্পে বারবার জানানোর পরও চোরাচালান বন্ধ হয়না। সুনামগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়া বলেন-সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়। কিন্তু সোর্স পরিচয়ধারী ও চোরাকারবারীদের গ্রেফতারের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়না।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান- অভিযান চালিয়ে সীমান্ত থেকে জব্দকৃত মদ ও বিভিন্ন পন্যসামগ্রী শুল্ক কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাঙ্গালভিটা সীমান্ত দিয়ে গরু, মহিষ, কসমেটিকস, চিনি, শাড়ী, মাছ, সুপারী ও মাদক পাঁচারসহ বেপরোয়া চোরাচালান বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক কলেরকণ্ঠের প্রতিনিধি আল-আমিন আহমেদ (২৭) ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি অনুপ তালুকদার অভির ওপর হামলা চালিয়ে আহত করে স্থানীয়
চোরাকারবারীরা।
মোজাম্মেল আলম ভূঁইয়া—-সুনামগঞ্জ
তারিখ: ৩০.১২.২৪ইং
মোবাইল: ০১৭১৫-৬৪৩৮৮৭