মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ২০২৪ তারিখ বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুড়িগ্রাম মাঠে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মধ্যে ৩৫০ টি কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণ কম্বল পেয়ে বিজিবি’র প্রতি ইতিবাচক মনোভাবসহ সন্তুষ্টি প্রকাশ এবং ভূয়সী প্রশংসা করেন।