নুর আলম সুমন, গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি।
অপসংস্কৃতি মোকাবেলায় ইসলামী সাংস্কৃতি বিকাশে- এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহমপুরে আল- এহ্সান ছাত্র কাফেলা সংগঠন কর্তৃক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
(২৬ডিসেম্বর) বৃহস্পতিবার মোহনপুর খেলার মাঠে বিকেল ৫.০০ হইতে রাত্রি ১২.০০ টা পর্যন্ত এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএন’পির সভাপতি মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে এবং সুলতান আফজাল আইয়ুবী কিশোরগঞ্জ এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোপালপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান।
প্রধান মেহমান (সৌদি প্রবাসী) মো. নাছিম মাহমুদ।
এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা বিএন’পির নাট্য বিষয়ক সম্পাদক আলমগির মাস্টার, বাংলাদেশ মৎস্য জীবী দল গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজিম তালুকদার, গোপালপুর উপজেলা শাখা কৃষক দলের সহ সভাপতি আব্বাস তালুকদার, স্থানীয় ওয়ার্ড বিএন’পির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, মির্জাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান (মনি), সমাজ সেবক মোহাম্মদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ গণ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করেন ইসলামীক বিনোদন বন্ধু মহিউদ্দীন হাসান খান এবং মারুফ হাসান।
সেই সাথে আরো ছিলেন জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত শিল্পী গীতিকার ও সুরকার কলকলপ খন্দকার হারুন অর রশিদ সহ ইকরা শিল্পী গোষ্ঠী ঢাকা, সাংস্কৃতিক সংগঠন আবাবীল শিল্পী গোষ্ঠী,হ্যেভেন টিউন ঢাকা এর নামি দামি শিল্পী বৃন্দ ।