31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

গর্বের বাকেরগঞ্জের ১০ম বার্ষিকীর বনভোজন ও মিলন মেলা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- মোঃ রিয়াজ হাওলাদার

আনন্দ উল্লাস আর ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গর্বের বাকেরগঞ্জের ১০ম বার্ষিক বনভোজন ও মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর ঢাকার আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে এ বনভোজন ও মিলন মেলায় গর্বের বাকেরগঞ্জের সদস্যরা ও তাদের পরিবার-পরিজন অংশ নেয়।

বনভোজনে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ইতিহাস ও ঐতিহ্য স্মৃতিচারণ, কবিতা পাঠ, আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। গর্বের বাকেরগঞ্জ আয়োজিত ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন।

গাজীপুুর জেলা সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ভরপাশা ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শাহিন,
ঢাকাস্থ দাদুচ শ্রমজীবী কল্যান সমতির সভসপতি আবু হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বপন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট মোঃ শামসুল আরেফিন, সদস্য-সচিব মোঃ দেলোয়ার হোসেন, গর্বের বাকেরগঞ্জের ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার কাওসার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নূরুল আমিন পাগড়ি সাকিব প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বার্ষিক এ মিলন মেলার মাধ্যমেঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। বছরের একটি দিন আমাদের সংগঠনের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ করার সুযোগ করে দেওয়ার জন্য গর্বের বাকেরগঞ্জকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Riaz
Riaz Ahammed

- Advertisment -

সর্বশেষ সংবাদ