31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

মাদারীপু‌রে আধিপত্যের সংঘাতে বাবা ছেলেসহ নিহত ৩, জন

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে আধিপত‌্য বিস্তার নি‌য়ে সংঘ‌র্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ নিহত হয়েছে ৩জন । এতে অন্তত আরও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়‌নে এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন মাদ‌ারীপু‌রের পু‌লিশ সুপার মো. সাইফুজ্জামান। নিহতরা হলেন, উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সদসস্য আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারসহ নিহত অপরজন হলেন, আক্তার শিকদারের সমার্থক সিরাজ চৌকিদার । স্থানীয়দের বরাতে পু‌লিশ সুপার বলেন, বাশগা‌ড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমান সুম‌নের সঙ্গে দীর্ঘদিন ধ‌রে এলাকায় আধিপত‌্য বিস্তার নি‌য়ে আক্তার শিকদা‌রের বি‌রোধ চলে আসছিল। এ নি‌য়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার মামলায় আক্তার শিকদার ও তার প‌রিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছে‌লে মারুফ শিকদার এলাকায় ফেরেন। এ সময় ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমা‌নের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দি‌য়ে মানুষজন জ‌ড়ো করেন। পরে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘ‌র্ষে জড়ায়। এ সময় অনেক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘ‌র্ষে ধারা‌লো অস্ত্রের আঘা‌তে আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারসহ বেশ কয়েকজনকে উদ্ধার ক‌রে হাসপাতালে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে। পরে সেখানে চিকিৎসক মারুফ ও শরিদ চৌকিদার কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকার প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ, র‌্যাব ও সেনা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে বলেও জানান পুলিশ সুপার

- Advertisment -

সর্বশেষ সংবাদ