31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

মৃত্তিকা পদার্থ —— ডা: জহির

ভদ্দলোক থাকে ঐ খানেতে
আমরা থাকি মৃত্তিকাতে
তাই তো মাটির গন্ধে প্রাণ জুড়িয়ে আসে ।

ভদ্দলোকের অনেক পাওয়ার
ফুটানীতেই সেরা
অন্যের সমালোচনা করেই কাটে সারাবেলা ।

নিজের কিছু না থাকলেও চাকচিক্যে ভরা
সে মহাশিক্ষিত আইন তাহার পকেটে নিয়ে ঘোরা
ক্ষতিকারক গুণাবলী হীনমন্যতায় সবার সেরা ।

দালালীতে তোষামোদে জুড়ী নেই তার
কথায় কথায় নেতা সে
বিশাল ক্ষমতা তার ।

আড়াল করতে চায় নিজের অতীত ঘেরা সময়কে
ঠিকই সে জানে
কোন টেকনিকে বিপদে ফেলানো যায় অন্যেকে ।

ভদ্দলোক আর নীতি কথায় ভরে গেছে দেশ
খুঁজলে ভদ্দলোকের পাওয়া যাবে হাজারটা বেশ ।
তবু ভদ্দলোক স্মার্ট সে ।

বেশভূষে সাদাসিধে মানুষ আমরা
সেরা চিন্তা সেরা ভাবনা
প্রকৃতিকে সব সময় সাথে নিয়ে চলি আমরা ।

মনের যত দু:খ আছে ভাসিয়ে দেই নদীর জলে
চোখের পানি মেশে বৃষ্টির জলে
সুখ-দু:খের কথা হয় প্রকৃতির সাথে ।

ভদ্দলোক হাতের রেখা দেখে কুষ্ঠি খোঁজে
আমরা বাপু পরিশ্রমে সুখ খুঁজি
তাইতো জীবনের হিসাব মৃত্তিকা পদার্থে।

০৫.১০.২০২৩ ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ