31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বোকা জাতি মুলার ভাতি-ওয়াহিদা সুলতানা লাকি

বোকা জাতির মাথার উপর
মূলা ঝুলে ওই
মাগো,আমার দুধ ভাতের
সেই সোনার বাংলা কই?

মধ্যবিত্তের পকেট গলে
থোকায় থোকায় কান্না ঝুলে,
গুলির শব্দে ঘুম আসে না,
মাদক মিছিল ওই
মাগো,আমার সন্ত্রাশবিহীন
শিক্ষিত জন কই?

দেশের চোখকে ফাঁকি দিয়ে
আমিও ব্যাংক মজুদ নিয়ে
নিজের সার্থে ডুব যদি দেই
সার্থপরের বেশে,
চশমা খুলে তাকাও মাগো
বুদ্ধি খোলো কেঁশে।

মগজেতে সাদা তালা
বুদ্ধিজীবি নেই তো ম্যালা
এখানে লাশ,ওখানে ফাঁস,
ধর্ষনেরই গন্ধ
চাকরি পায় না বেকার ছেলে
ভাতের থালাও বন্ধ।

স্কুলে আর আনন্দ নেই
বইয়ের বোঝায় ক্লান্ত সবাই
মোবাইল ফোনে দুনিয়া গড়েই
ছোট্ট শিশু অন্ধ,
গাছের ছায়ায় নেইকো মায়া
বন কেটে শেষ করলি ভায়া!
লোড শেডিং এর অত্যাচারে
আগুন লাগার ছন্দ।

বিনোদনে গা ভাসে মা
দেশের জন্য নেই ভাবনা
এমন জাতি প্রদীপ ভাতি
ক্যামনে জ্বালায় আলো?
স্কন্ধকাটা ভুতের মতোন
প্রশাসনিক আজব রতন
মানবতার মূলা খেয়েই
হচ্ছে দেশের ভালো।

- Advertisment -

সর্বশেষ সংবাদ