31 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ী মার্কেটের ৩য় তলায় দৈনিক সমকাল কার্যালয়ে কিশোরগঞ্জ পৌরসভার প্রতিনিধি ও সুশীল সমাজকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ আগস্ট) সাংবাদিক ও নাটাব জেলা কমিটির সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন তামাক নিয়ন্ত্রন জেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও সহযোগী সংস্থা কাইডস এর নির্বাহী পরিচালক সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান। মত বিনিময় সভা সঞ্চালনা করেন নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ। এতে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, মুনতাহা আক্তার শাওন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোহাম্মদ ওবায়দুল হক, জেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর মদিনা আক্তার।

বক্তারা মত বিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্য লাইসেন্সবিহীন বিক্রয় না করার ও বিজ্ঞাপন অপসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবী জানান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ