31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

লন্ডনে ১১ স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের ঈদ পুনর্মিলনী , জার্সি বিতরণ ও নতুন কার্যকরী পরিষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, জার্সি বিতরণ ও সংগঠনের ২০২৪-২০২৫ সালের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।গত ২৩ এপ্রিল মঙ্গলবার কামরুল হোসাইন ও আনসার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল হুসাইন।পূর্ব লন্ডনের একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে ক্লাবের সকল সদস্য, অতিথি ও উপস্থিত সুধীজন ঈদের শুভেচ্ছা সহ কুশল বিনিময় করেন।এ সময় মাওলানা জাহানের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ১১ স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

নতুন কমিটিতে যারা রয়েছেন :১) ক্লাব পরিচালক : ইমরুল,কামরুল ,সুমন ,কামাল, জামিল,শরীফ ,হাবিব ও সিরাজ।২) ক্লাব ম্যানেজার : আনসার ৩) উপদেষ্টা : কাজী ,রিপন ৪) সভাপতি : রায়হান ৫) সহ সভাপতি : জাহান ৬) সাধারণ সম্পাদক : এমদাদ ৭) সহ সাধারণ সম্পাদক : ফুহাদ ও শাকিল ৮) অর্গানাইজিং সেক্রেটারি : মাহবুব ৯) প্রচার সম্পাদক : আহসান ১০) মিডিয়া সেক্রেটারি : আমজাদ ১১) ক্লাব ক্যাপ্টেন : গুলজার ১২) সহকারী ক্লাব ক্যাপ্টেন : আফজল ১৩) ফিটনেস এন্ড ট্রেনিং : গুলজার ,রিপন ও কাজী ১৪) ক্লাব সদস্য : আশরাফ ,মুন্না ,মারজান ,জাবের, ফয়েজ ,আনাম ,সুজন ,ইমন ,খালাদ ,সুহাগ ,রাফিউর ,গাজী ,সালাক ,মালিক ,রাজু ,রিমন কায়ুম ,জয়নাল এমাদ ,রাফি ,রবিন,তাহের ও উজ্জ্বল।

পরিশেষে সভার সভাপতি কামাল হুসাইন নতুন দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ