মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমেন্ডের উদ্যোগে কালকিনি পৌর এলাকার ভুরঘাটা-কালকিনি সড়কের ঐতিহাসিক বধ্যভূমির লালপোল ব্রীজের উপর মোমবাতি প্রজ্বলন, দোয়া ও শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এ সময় কালকিনি, মাদারীপুরসহ দেশের সকল শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গনাভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেরা মুক্তিযোদ্ধা কমেন্ডের ভারপ্রাপ্ত কমান্ডার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম,কালকিনি থানা অফিসার ইনর্জ হুমায়ুন কবির, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন (ফারুক প্রফেসর), বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী হাওরাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা সহ বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের এই দিনে পাকসেনারা বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালিদের ধরে নিয়ে এই লালপোলের ওপর গণহত্যা চালায়।
বাঙালিদের রক্তে রঞ্চিত হয় ব্রিজটি। সেই সময় থেকে এই ব্রিজটি লালপোল নামে পরিচিত।