31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

এস আই ওভারসিজ লিমিটেড নামক কোম্পানির ফাদেঁ বাংলাদেশী প্রবাসী যুবক

এস আই ওভারসিজ লিমিটেড নামক কোম্পানির ফাদেঁ বাংলাদেশী প্রবাসী যুবক (সবুজ)।

গত তিন মাস আগে এস আই ওভারসিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঐ যুবককে সৌদির ১৬০০ রিয়াল বেতন বলে পাঠান কিন্তু যাওয়ার পরে ঐ যুবক জানতে পারে তার বেতন ৭০০ রিয়াল তারপরেও তাকে এখন পর্যন্ত কোন প্রকার কাজ দেওয়া হয়নি বলে জানান এবং তাকে রাখা হয়েছে এক অস্থায়ী ক্যাম্পে যেখানে সে মানবেতর জীবন-যাপন করছে, তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিতে হয় দু বেলার খাবার, এক রুমের ভিতর রাখা হয় ৮ থেকে ৯ জনকে।

প্রবাসী যুবক (সবুজ) এক ভিডিও বার্তার মাধ্যমে জানান সে টাকা ঋণ করে সৌদি গেছেন এবং বর্তমানে তাকে ঋণের টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে, যার ফলে সে মানসিক অশান্তিতে আছেন এবং তিনি এও বলেন তিনি যদি আত্মহত্যা করেন তার দায়ী হবেন এস আই ওভারসিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম। প্রবাসী যুবক (সবুজ) এই পরিস্থিতির সুরহার জন্য বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগীতা চান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ