31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন,আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল

কমল পাটোয়ারি,মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল বলেছেন, কোভিডের মধ্য মানসিকতা ঠিক রেখে পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কষ্টসাধ্য। সেই কষ্ট সহ্য করে মিরসরাইয়ের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। তাই আমি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ এসএসসিতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়ন নিরলস কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি এস. রহমান ট্রাস্টের উদ্যোগে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এস.রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ।
এসময় উপজেলার ৩৪০ জন জিপিএ -৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ