31 C
Dhaka
রবিবার, মে ১৯, ২০২৪

প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে উলিপুরে গ্রীন ভয়েস’র বৃক্ষ রোপণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
আজ ৭ মে প্রকৃতিক অক্সিজেন রক্ষা দিবস। “নির্বিচারে গাছ হত্যা বন্ধ কর, প্রকৃতিক অক্সিজেন রক্ষা করো”। এই স্লোগান কে সামনে রেখে আজ বিকেল ৩ টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর আদর্শ মহা বিদ্যালয়ের মাঠের পাশে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেছে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান, খাজানুর রহমান, ল্যাবসহকারী হুমায়ুন কবির এবং গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোস্তফা মাসুদ করিমী , সদস্য মাহবুব,আলিফ,নাঈম, পবিত্র সহ আরো অনেকে।

সংগঠনের সভাপতি সাজেদুল ইসলাম সবুজ বলেন তীব্র এই দাবাদাহে গাছ লাগানোর বিকল্প আসলে কিছুই নেই । বর্তমান বাংলাদের যে অবস্থা এটা নিয়ে নতুন করে বালার কিছুই নেই , এটা সবাই জানেন প্রতিদিন টেলিভিশন খুললে বা সোসাল মিডিয়ায় ঢুকলেই শুধু শুনতে পাই হিট এলার্ট। তাই আমি একটা কথাই বলবো আমাদের নিজেদের সচেতন হতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। প্রকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে আমাদের এই আজকের ক্ষুদ্র প্রচেষ্ট।

- Advertisment -

সর্বশেষ সংবাদ