31 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪

সীতাকুণ্ডে আজ থেকে শুরু শিবচতুর্দশী মেলা, পুণ্যার্থীদের ঢল

কমল পাটোয়ারি,মিরসরাই,চট্রগ্রামঃহিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শিবচতুর্দশী আগামী ১ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শিবচতুর্দশীতে পুন্যার্থীদের থাকা, খাওয়া, গোসল, সুপেয় পানিসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে নিরাপত্তার বলয়ে চন্দ্রনাথসহ আশেপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে।সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে এখন সাজ সাজ রব। ফাগুন মাসে শিবচতুর্দশী বা শিবরাত্রিকে উপলক্ষ করে প্রতিবছরই জমে ওঠে মেলা। এবারও সোমবার থেকে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী মেলা। পূজা ও মেলাকে ঘিরে এবারও লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।সীতাকুণ্ডের সংযুক্ত দুই পাহাড়ের চূড়ায় অবস্থিত বিরুপাক্ষ ও চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দির ১২শ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। ফাল্গুন মাসে শিবচতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরই এখানে আসেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা। উপবাস থেকে মন্দিরগুলোতে দুধ ও ডাবের জল দিয়ে শিবকে স্নান করাতে আসেন ভক্তরা।এদিকে তীর্থযাত্রীদের আগমন ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন প্রশাসন ও মেলা কমিটির সদস্যরা। র‌্যাব, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমুহ সেখানে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন বলে।সীতাকুণ্ড মেলা কমিটির সাধারন সম্পাদক পলাশ চৌধুরী খোলা কাগজকে জানিয়েছেন, আজ সোমবার থেকে শুরু শিবচতুর্দশীতে ১৫-২০ লাখ পুন্যার্থীর আগমন উপলক্ষে নিরাপত্তা দিতে প্রস্তুত ৪০০ পুলিশ ১০০০ স্বেচ্ছাসেবক।সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, নিরাপত্তার বলয়ে চন্দ্রনাথসহ আশেপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে। এর জন্য চার শতাধিক পুলিশ সদস্য মেলার নিরাপত্তায় থাকবে। বিশেষ করে এবার মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।শিবচতুদর্শী মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, এবারের শিবচতুদর্শী মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় চারশ পুলিশ সদস্যের পাশাপাশি মেলা কমিটি ও চন্দ্রনাথ স্রাইন কমিটির ১ হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ