31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সিরিজ বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইল স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের ফিরিয়ে এনে মৃত্যদন্ডাদেশ কার্যকর করা ও ২০০৫ সালে ১৭ আগস্ট টাঙ্গাইলসহ দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনার আসামীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিরালা মোড় শহীদ মিনার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সাইফুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শিশির দাস,এরশাদ, মামুন, মিলনসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

রিপোর্ট পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে জাহাঙ্গীর আলম

- Advertisment -

সর্বশেষ সংবাদ