31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

লালমনিরহাটে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে করোনা মহামারীতে আক্রান্ত অসহায় মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে সোমবার সকালে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন হয়েছে।
বিএনপির রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে হেল্প সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।
এ সময় লালমনিরহাটে করোনায় আক্রান্ত দুস্থ্য নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এতে লালমনিরহাট পৌর বিএনপির সদস্য সচিব মজমুল হোসেন প্রামাণিক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ