31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মশা নিধনে সমন্বিত অভিযানে যাচ্ছে ডিএনসিসি

কিউলেক্স মশা নিধনে আগামী ৮ মার্চ থেকে বিশেষ সমন্বিত অভিযান তথা ক্রাশ প্রোগ্রামে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার ব্যতীত এই অভিযান চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর রাওয়া ক্লাবে ৫ম কর্পোরেশন সভায় এই তথ্য জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র জানান, এই ক্রাশ প্রোগ্রামে ডিএনসিসির ১০টি অঞ্চলের সব মশক নিধন কর্মী এবং যান-যন্ত্রপাতি একটি অঞ্চলে নিয়ে একদিন করে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
মেয়র বলেন, কিউলেক্স মশা নিধনে আমরা ‘ইনটেন্সিভলি’ কাজ করবো। মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হবে। সমগ্র ঢাকা উত্তরকে আমরা সম্পূর্ণ ‘সুইপিং’করতে চাই।

৮ মার্চ মিরপুর-২ অঞ্চল (অঞ্চল-২), ৯ মার্চ মিরপুর-১০ অঞ্চল (অঞ্চল-৪), ১০ মার্চ কারওয়ান বাজার অঞ্চল (অঞ্চল-৫), ১১ মার্চ মহাখালী অঞ্চল (অঞ্চল-৩), ১৩ মার্চ ভাটারা অঞ্চল (অঞ্চল ৯) ও সাতারকুল অঞ্চল (অঞ্চল-১০), ১৪ মার্চ উত্তরা অঞ্চল (অঞ্চল-১), ১৫ মার্চ দক্ষিণখান অঞ্চল (অঞ্চল-৭) ও উত্তর খান অঞ্চল (অঞ্চল-৮) এবং ১৬ মার্চ হরিরামপুর অঞ্চলে (অঞ্চল-৬) এই অভিযান পরিচালিত হবে বলে ডিএনসিসি সূত্রে জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির সব কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

- Advertisment -

সর্বশেষ সংবাদ