31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

টিম পজেটিভ বাংলাদেশের পক্ষে ৫০০ ছিন্নমূল মানুষকে খাওয়ালেন গোলাম রাব্বানী

ঢাবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৫০০ ছিন্নমূল মানুষকে খাওয়ালেন ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ, টিএসসি ও শহীদ মিনার এলাকায় অসহায় ছিন্নমূল, কর্মহীন, খেঁটে-খাওয়া মানুষের মাঝে তিনি দুপুরের খাবার বিতরণ কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে টিপিবির প্রতিষ্ঠাতা ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী বলেন, আজ আমাদের আমাদের প্রানপ্রিয় নেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিপিবির পক্ষ থেকে এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছিন্নমূল মানুষদের নিয়েই আজকের এই কর্মসূচি পালন করেছি। প্রায় ৫০০ জন মানুষের মুখে খাবার তুলে দিতে সক্ষম হয়েছি। এই মানুষগুলোর দোয়ায় আল্লাহ যেন আমাদের নেত্রীর নেক হায়াত বাড়িয়ে দেন। শুভ জন্মদিন, প্রাণপ্রিয় নেত্রী।

সূত্র : ইয়ুথ ভয়েস

- Advertisment -

সর্বশেষ সংবাদ