31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

“করোনা ভাইরাস” লেখক:শিবলী সাদিক এমপি (দিনাজপুর -৬ আসন)

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
তোমার নাম, করোনাভাইরাস, বাংলাতে যার অর্থ,কোন কিছু করতেই নিষেধ বোঝায়, তুমি কতটুকু নির্দয়, যার নির্মমতায় পুরো পৃথিবী আজ স্থবির হয়ে গেছে, বার্ধক্যে বাসায় বসে নাতি-নাতনিদের সঙ্গে যারা খুনসুটি করত।

সেই মানুষগুলোকে তুমি একেবারে পরপারে পাঠিয়ে দিচ্ছো,এর থেকেও বড় কষ্ট, পুরো মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন আল্লাহর ঘর কাবা শরীফ,তুমি বন্ধ করে দিয়েছো,
তুমি বন্ধ করে দিয়েছো হাজার লক্ষ কোটি মসজিদ,
তুমি বন্ধ করে দিয়েছো লক্ষ কোটি মানুষের একে অন্যের কাছাকাছি থাকা।

তুমি শুধু মৃত্যু দাও না,
তোমার কারণে প্রাণ যাবার পরে,
রক্তের বাঁধন এর মানুষগুলো,
একদম অচেনা হয়ে যায়,
কেউ কাছে আসতে চায় না,
সে তুমি কোটিপতি হও,
হও তুমি দরিদ্র কুলের কোন মানুষ,ক্রিকেটের বলের মত গোলাকার অসংখ ছোপ ছোপ মুখ তোমার, ছবিতে দেখেছি, ঘুরতে থাকো বারবার বাতাসে, অথবা মানবদেহে, আমি ভালো ক্রিকেট খেলতে জানিনা, তার পরেও ক্রিকেটের বলের মতো তোমার ওই রূপ, যদি সত্যিই দেখা যেত, তাহলে এমন একটা ব্যাটের বাড়ি দিতাম পৃথিবী থেকেই উধাও হতে তুমি,
আচ্ছা তুমি কি শুধু মারতেই এসেছো , নাকি তোমার আসার অনেকগুলো কারণ আছে পৃথিবীতে,কখনো মনে হয়।

পৃথিবী অনেক দিন বাঁচতে চায় বলেই, নিজের আকাশ বাতাস উষ্ণতা, সব ঠিক করে নিচ্ছে তোমার মাধ্যমে,আবার কখনো এও মনে হয়, মানুষে মানুষের যে বিভেদ, সেই বিভেদ টা তুমি এসেছ বলেই হয়তো কিছুটা বুঝতে পারবে সবাই, ইতিমধ্যে অনেকটা উপলব্ধি করেছে মনে হয়, আমি জানিনা কবে বিদায় নেবে তুমি,তবে অনেক বড় আগ্রহ নিয়ে বসে আছি,
তোমার বিদায়ের ঘন্টা সোনার জন্য, বেঁচে থেকে দেখতে চাই তুমি কি সত্যিই পৃথিবীটাকে বদলাতে পেরেছ কিনা,
খুব দেখতে ইচ্ছে করে উপরতলার মানুষগুলো কি করে বাঁচে সাধারণ মানুষ ছাড়া,
মাটির মানুষ ছাড়া,
আর ওই বড় বড় দেশ যাদের আকাশ সমান অট্টালিকায় পুরো শহর চিনে গেছে পৃথিবী, সেই মানুষগুলোকেও দেখতে বড় সাধ হয় আমার, দেশের সীমারেখা টেনে টেনে, দেয়াল আর তারকাঁটার বেড়ায়।

রেখা টেনে টেনে বাংলাদেশের কৃষি জমির মত টুকরো টুকরো করে রেখেছে পুরো পৃথিবী কে, তোমার আগমনে যদি সব রেখা মুছে যায়, সেই পৃথিবীটা দেখতে বড় সাধ জাগে, বক্তৃতায় স্লোগানে প্রতিবাদ আর ক্যামেরায় বন্দি মানবিকতা বাস্তবে রূপ নেবে এবার তোমার আগমনে,
আমি বিশ্বাস করি, মানুষের মানবিকতা, পেশায়,নেশায় আত্মঅহংকারে,বন্দি হয়েছিল বিবেক, সেই বিবেক কে তুমি শৃঙ্খলমুক্ত করতে এসেছো,
তুমি কেড়ে নিয়ে যাচ্ছ অনেক কিছু, তুমি বুঝিয়ে দিয়েছো সম্পর্ক সম্পদ আত্মীয়তা কার কতটুকু অবশিষ্ট আছে,
কে কতটুকু প্রদর্শন করছে, একে একে সব বুঝিয়ে দিয়ে গেলে,
আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাবো না, কারণ তুমি মানুষ নও, বা সেই অনুভূতিটুকু তোমার নেই।

আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার আল্লাহর কাছে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন আমাদের সকলকে, পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি, আল্লাহ তোমার ইচ্ছে মানে আমাদের মঙ্গল, তুমি যাই করো না কেন, এই পৃথিবির মঙ্গলের জন্যই করছো,আমাদের ভালোর জন্যই করছো,পৃথিবীতে যত বৈষম্য আছে, যত বিভেদ আছে ,তুমি যেভাবেই পারো সব যেন মুছে একাকার হয়ে যায়,শুধু জাগ্রত হোক তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবের মানবিকতা, বিবেক, মানুষত্ব, আমিন।

বার্তা প্রেরক,
আর কে ওসমান আলী।
০১৭৫১১৭৪৯৩৩
০২/০৫/২০২০.

- Advertisment -

সর্বশেষ সংবাদ