31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

জনশূন্য বেনাপোল ইমিগ্রেশন : আমদানি-রফতানি নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি।

প্রকাশ ১৬ মার্চ ২০২০,

করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার গত সোমবার (১৬ মার্চ) বিকাল থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশের পাসপোর্টযাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও ভিসা স্থগিতের পর ঢাকা-কলকাতা বাস সার্ভিস ও খুলনা-কলকাতা বন্ধন ট্রেন সার্ভিস বন্ধ ঘোষনার পর বেনাপোল এখন জনশূণ্য। খাঁ খাঁ করছে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট এলাকা। নেই কোন কোলহাল।

অলস সময় কাটাচ্ছে বিভিন্ন পরিবহন কাউন্টারের লোকজনসহ ইমিগ্রেশন, কাস্টমস, বন্দর, চেকপোস্টের ব্যাংক বুথ, আনসার সদস্যরা।নেই কুলিদের হাকডাক। সর্বত্র নীরব সুনসান। এ যেন অচেনা এক চেকপোস্ট। স্বাধীনতার পর থেকে দু‘দেশের মধ্যে এক ঘন্টার জন্যও পাসপোর্টযাত্রী যাতায়াত বন্ধ হয়নি। এমন একটি ভাইরাস রোগে (করোনা) সারা পৃথিবীর সাথে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে বেনাপোল চেকপোস্টকে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এক মাসের জন্য ভারতে ভ্রমণ ও ভিসা স্থগিত ঘোষণার পর বিপাকে পড়েছেন অসহায় রোগী ও ব্যবসায়ীরা।
মোবাইল নাম্বার ০১৭১২৯৪৭৮৭১

- Advertisment -

সর্বশেষ সংবাদ