31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

সমাজের গুণীজনদের সম্মাননা প্রদান করলেন মির্জা এসোসিয়েটস

৫ম বর্ষপূর্তি উপলক্ষে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’-এর পক্ষ থেকে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সমাজের সুধীজন’দের সম্মাননা স্বরূপ স্মারক প্রদান করলেন। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।প্রতিষ্ঠানটি বিদেশী ক্লাইন্টদের পাশাপাশি দেশি ক্লাইন্টদের নিরলসভাবে সেবা দিয়ে আসছেন।এভাবে করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সকলের সহযোগিতা আর ভালোবাসা নিয়ে ক্লাইন্টদের কাছে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। ২০২০ সালে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজের সুধীজন,গুণীজনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের শুভেচ্ছা ও সম্মাননা সূচক স্মারক প্রদান করে আসছে। এতে করে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’ তাদের লক্ষ্য আরো জনসংযোগ বৃদ্ধি করে সবার কাছে আরো পরিচিত গড়ে তোলাকে বাস্তবায়ন করতে পারবে বলে বিশ্বাস করে l বিদেশী নাগরিক ও বিনিয়োগকারীগণ তাদের যেকোনো ব্যাপারে এখান থেকে কনসালটেন্সি নিয়ে থাকেন।’মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’ তাদের সর্বোচ্চটা দিয়ে ক্লাইন্টদের সেবা দিয়ে আসছেন বলে এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব নঈম মির্জা জানান।

এবার ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’-এর পক্ষ থেকে সমাজের বিভিন্ন গুণীজনদের সম্মাননা জানালেন।তাঁরা হলেন-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা হাসান ইমাম এবং তাঁরই সহধর্মিণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা লায়লা হাসান,সংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর,বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের প্রথম অধিনায়ক এ এস এম রকিবুল হাসান,বীরউত্তম ও বীরবিক্রম কমান্ডার আব্দুল ওয়াহিদ চৌধুরী, বেপজা’র সাবেক সদস্য এ জেড এম আজিজুর রহমান,পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজুর রহমান ময়না,পল্লীমা সংসদের প্রতিষ্ঠা সদস্য আব্দুর রহমান নাসিম,সাধারণ সম্পাদক পল্লীমা সংসদ আওয়াল কামরুজ্জামান ফরিদ এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন(বিপিএম বার,পিপিএমবার)।
সম্মানিত সকল সুধীজন তাঁরা প্রত্যেকেই ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং সকল পরিস্থিতি’তে পাশার থাকার ইচ্ছে ব্যপ্ত করেছেন। তাঁরা প্রত্যেকেই তাঁদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ‘মির্জা এসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম’-এর প্রতিষ্ঠাতা সিইও জনাব নঈম মির্জা’কে উৎসাহ এবং শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিষ্ঠাতা জনাব নঈম মির্জা ও তাঁর সহধর্মিণী পিয়াল মির্জা আগত সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রত্যেকই তাদের ব্যস্ত সময়ের মাঝেও এসে আমাদের সময় দিয়েছেন, আমাদের কল্যানে তাঁরা নিজেরাও ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এজন্যে সবাইকে জানাই অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। ছোট্ট পরিসরে খুব গুছানো পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ