31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বর্ষপূর্তি ও বেনাপোল কীর্তি

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
“স্যার কোন লাভ নেই এত কষ্ট করে, কিছুই চেঞ্জ হবেনা। না মানুষ, না অবস্থার!” গত বছর ডিসম্বরে একজন শুভাকাংখী বলেছিলেন। বেনাপোলে যোগদানের কিছুদিন পর।

“চেষ্টা করে দেখতেতো পারি…..!” ‘আউট অব দি বক্স’ যাবার ভেতরের প্রত্যয়টা অনুভবে। সে থেকে শুরু…..বছর কেটে গেছে! সময় সালতামামির!

রপ্তানি দ্বিগুন, বিশ্বমানের চেকপোস্ট, যানজট নিরসন! বাইপাস সড়কে সত্তুর ভাগ পণ্য খালাস, ফোল্ডার সিস্টেম, গ্রুপবিভাজন, একদিনে আমদানি কার্গো খালাস এবং ‘বেনাপাস’। শুল্কজনের একবছরের অসংখ্য গল্প। সাথে অসাধারণ সব অর্জন।

দিল্লিতে সেপ্টেম্বরে জেজিসি সভায় বেনাপোলের ভূয়সী প্রশংসায় পেট্রাপোলের কমিশনার। বিশেষভাবে চেকপোস্ট সংস্কারে তিনি আমাদের অভিজ্ঞতা ধার চেয়েছেন। আরেক সভায় ডাউকির কমিশনার বেনাপাস বন্দনায়। সমীহে সমগ্র ভারত কাস্টমস। মর্যাদায় ‘বেনাপোল’! বেনাপোলের নগর, বন্দর, চেকপোস্ট, কাস্টমস।

২০১৭ এর নভেম্বরের শেষাংশে কমিশনার হিসেবে আমার বেনাপোল যাত্রা। দ্বিধা, শংকার সমীকরণ, অনিশ্চয়তার মধ্যে। ত্রিশ হাজার কোটি টাকার বাণিজ্য ব্যবস্থাপনা। পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব ও দৈনিক দশ হাজার যাত্রীর দায়িত্ব! সহজ কাজ নয়।

একটি একাগ্র একাত্মদল। অহর্ণিশ কর্মে অন্তপ্রাণ। কবে কখন অর্জনের তালিকা দীর্ঘ হয়েছে, লক্ষ্যও করিনি। ক্লাব কক্ষে শাকিলা পারভীনের পাওয়ার পয়েন্ট বলে চলেছে…..কাস্টমস টীম ও ৩২কমিটির বার্ষিক অর্জনের একীভূত সারণী। বিস্মিত সমগ্র উপস্থিতি!

ভেবেছিলাম দিনটা নীরবেই যাবে। সেটা আর হলো না। ২৬ নভেম্বর। সকালে জেসিটু’র শুভকামনা বার্তা মনে করিয়ে দিল। বিকেলের তাঁর উপস্থাপনায় প্রাপ্তিময় স্পন্দন। দেখতে দেখতে বেনাপোল বছর পার হয়ে গেল।

আবহ বলছে, বর্ষপুর্তি! ওরা করবে। আমি অনেকটা দর্শক। ভাবলাম হোক তাহলে। তবে সবাইকে নিয়ে। বরণের নয়, হোক প্রাপ্তি উদযাপনের। ধীমান সুপরামর্শক ডিসিটু’কে কল দিলাম। জানলাম, সারপ্রাইজ দিতে সহকর্মীরা কিছু একটা পরিকল্পনা করছে। আমি এমন উদযাপনে অভ্যস্ত নয়। বিব্রত হওয়াটাও ওকে বুঝতে দিলাম না।

ডিসিটু’কে বললাম আয়োজন নাহলে ভালো। অনুজপ্রতিম এ তরুণ তুখোড়ের সাথে আমি যুক্তিতর্ক এড়িয়ে চলি। ওর সহজাত সরল প্রতীত যুক্তি উপেক্ষা কঠিন! বরাবরের মতো এবারও সেই জিতলো! বললাম, তাহলে সবাইকে সম্পৃক্ত করো। ওকে উচ্ছ্বসিত মনে হলো। পারস্পর্যের দুর্দম শক্তি সংক্রমনের সহজাত স্পন্দন ফোনেই টের পাচ্ছিলাম। বললো, ‘স্যার এক্ষুণি সবাইকে জানিয়ে দিচ্ছি’ ।

আলোচনা এটুকুই। বাকীটা হৃদ্যতাময় উষ্ণতায় ঠাসা অদ্ভুত সুন্দর একটা দিনলিপির গল্প! শক্তি সহচরের শক্তিমত্তার এক অনন্য মোহনীয় প্রদর্শনী! ভেবেছি কেবল আমিই মুগ্ধ সম্মোহিত। আয়োজনের পূর্ণতায় নবীন কর্মকর্তারাও উচ্ছ্বসিত। অনুষ্ঠান শেষে বিদায়ে ওদের তৃপ্ত সিক্ত করতালি তা-ই বলে।

রাতে খাবার টেবিলে বসে মনে হয়েছে, ওদের কাছ থেকেও শেখার আছে। গত একবছর ওরা আমার হাতেকলমে শিক্ষানবিশ ছিল। শিষ্যের সাফল্যগর্বে সিনাটা বেশ উঁচু মনে হচ্ছিল! অদ্ভুত সাফল্যময় অনির্বচনীয় এক ভালোলাগা! তখনই ভেবেছি ওদের নিয়ে লিখব। ওদের রাতারাতি পারদর্শী বদলে যাবার গল্প বলব।

বর্ষপূর্তিতে শিষ্যদের দিনের সূচি…..
– পুস্পস্তবক
– মিষ্টিমুখ
– বৃক্ষরোপন
– এসেম্বলি আয়োজন
– বছরের সালতামামি
– উদ্ভাবন, সংস্কার উদযাপন
– পিপি উপস্থাপনা
– ক্লকওয়াইজ ছবি প্রদর্শন
– আগামির পরিকল্পনা
– নৈশ গণখিচুরিভোজ
– নতুনদের বুফে ব্যবস্থাপনা প্রশিক্ষণ
– করতালিময় প্রস্থান
বেনাপোলীয়রা এমনই। ওরা আছে বলেই। সমগ্র আয়োজন যত্নময় পূর্ণতায়!

শাকিলা পারভীনের দুর্দান্ত উপস্থাপনা! আনন্দ আবহ বদলে জিজ্ঞাসু কৌতুহল! কাস্টমস ক্লাব। কবি, কাব্য, কন্ঠ, কথন, কলরবে একাকার! আবৃত্তি ফোয়ারায় অবগাহিত মুগ্ধ উপস্থিতি! প্রথমে ভেবেছি কোন বিখ্যাত কাব্যগ্রন্থের মনোহর আবৃত্তি। কবির কন্ঠে চকিত বেনাপোল, চেকপোস্টের বর্ণনায় ভ্রমভঙ্গ হয় । এক বছরের কর্মযজ্ঞের পরিশ্রমলব্ধ গাণিতিক সংকলন। কর্মযজ্ঞ, অর্জন, সংস্কার, উদ্ভাবন আরো কতকী! পাওয়ার পয়েন্ট একেকটি বলে চলেছে……।

বছরের কর্মকান্ড
“”””””””””””
স্থলবন্দর হিসেবে বেনাপোলের সামগ্রিক মানোন্নয়ন, আমদানি চালান দ্রুত শুল্কায়ন, খালাসের সময় হ্রাস, পণ্যজট নিরসন, ড্যামারেজ হ্রাসসহ আদর্শ বন্দরনগরী নির্মাণে বেনাপোল কাস্টমস টীমের একবছরের সংযোজন, সংস্কার, উদ্ভাবন:

✅ সামগ্রিক বেনাপোল উন্নয়নে:
* বাইপাস সড়ক চালু ও এ সড়ক দিয়ে ৬৫% পণ্য খালাস
* দালাল বহিরাগতমুক্ত আদর্শ চেকপোস্ট
* বেনাপোলের মূল সড়ক যানজটমুক্তকরণ
* বেনাপোল কাস্টমস শিক্ষণ ফোরাম চালু
* দুস্থ মুক্তিযোদ্ধাদের অর্থ ও সম্মাননা প্রদান
* ভারতীয় কাস্টমসের সাথে অংশীদারিত্ব জোরদার ও স্বীকৃতি অর্জন
* বেনপোলের সার্বিক সংস্কার ও উন্নয়নে কর্মপরিধিভিত্তিক ৩২ কমিটি গঠন
* ভারতে বেশী গাড়ি দেয়া নেয়ার লক্ষ্যে লিংক রোড ১ ও ২ চালু
* লিংকরোড দিয়ে পণ্য গমনাগমন ৯টি থেকে ৩৬টিতে বৃদ্ধি।
* সকল সংস্থার অগ্রাধিকার আইন প্রতিপালন
* সাপ্তাহিক মূল্যায়ন সভায় আগের সপ্তাহের কর্মকান্ড ও ৩১কমিটির অগ্রগতি মূল্যায়ন
* পেট্রাপোল কাস্টমস, স্থলবন্দর ও সিডব্লিউসি কর্তৃপক্ষের সাথে অংশীদিত্ব প্রতিষ্ঠা
* দিল্লিতে জয়েন্ট কাস্টমস গ্রুপের সভায় বেনাপাস ও বেনাপোল কাস্টমসের সমীহ অর্জন

✅ প্রযুক্তি:
* বেনাপাস সফটওয়্যার উদ্ভাবন
* প্রায় ২০০ সদস্যের ভাইবার গ্রুপ, যেটা দিয়ে ১০মিনিটে ১০০জনের সভা ডাকা যায়
* ত্রিশ হাজার অনুসারির ফেসবুক পেজ
* বেনাপোল কাস্টম হাউসের ইউটিউব চ্যানেল, ইন্সটাগ্রাম, টুইটার, লিংকড-ইন সংযোগ
* সকল শাখা ও কর্মকর্তার জন্য ইমেইল গ্রুপ
* ডিজিটাল হাজিরা “We Access” স্থাপন
* অনলাইন নিলামের প্রস্তুতি সম্পন্ন
* কেমিক্যাল টেস্টের জন্য রমন স্পেক্ট্রোমিটার স্থাপন
* গোয়েন্দা ও নিবারক কাজ দ্রুত ও নিরাপদ করার জন্য ওয়াকিটকি
* ডিজিটাল ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এটেন্ড্যান্স
* কাস্টম হাউসের নতুন ওয়েবসাইট উদ্বোধনের অপেক্ষায়
* নতুন ওয়েবসাইট নামগ্রহণ ও নির্মাণ
* ‘কাস্টম হাউস’ ইলুমিনেশন সাইনবোর্

- Advertisment -

সর্বশেষ সংবাদ