31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

চিলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় পতাকা ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী।

প্রথম অধিবেশনে চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, সহ-সভাপতি মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এর সভাপতিত্বে কাউন্সিলারদের কন্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চিলমারী উপজেলা শাখার সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুছ সরকার নির্বাচিত হন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।

- Advertisment -

সর্বশেষ সংবাদ